Friday, November 8, 2013

যে প্রেম স্বর্গ থেকে এসে
জিবনে অমর হয়ে রয়,
সেই প্রেম আমাকে দিও,
জেনে নিও, তুমি আমার প্রানের চেয়ে প্রিও।।
তুমি আর আমি আর কেউ নয়,
এমন একটা যদি প্রিতিবী হয়,
মিলনের সুখে ভরে জায় বুক,
সেখানে আছে সুধু সুখ আর সুখ,
সেই সুখ আমাকে দিও।। ঐ
চাইনা কিছুই তো জিবনে আর
তোমার মুখটা যদি দেখি একবার, 
এ জীবন করেছ কত যে মধুর
রিদয়ে কত গান কত যে সুর
সেই সুর আমাকে দিও, ঐ

No comments:

Post a Comment